E-passport check application status | ই-পাসপোর্ট চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস।
ই-পাসপোর্ট চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস।
ই-পাসপোর্ট চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস! কিভাবে করতে হয় যদি আপনি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ আর্টিকেলে আপনার জন্য। শুধুমাত্র ডেলিভারি স্লিপ নাম্বার দিয়ে আপনি কিন্তু অনলাইন হতে ই-পাসপোর্ট সম্পর্কে জানতে পারবেন। এবং দেখতে পারবেন আপনার পাসপোর্টটি তৈরি হয়েছে কিনা ও অন্যান্য তথ্য দেখা যাবে এখানে।
অনেকেই হয়তো বা এমআরপি পাসপোর্ট হতে ই-পাসপোর্ট করার জন্য রিনিউ করেছেন। আপনার কাছে যে ডেলিভারি স্লিপ রয়েছে এটি ব্যবহার করে অনলাইন থেকে দেখতে পারবেন E-passport check application status যদি আপনার পাসপোর্টটি তৈরি হয়ে থাকে তাহলে এটি এখানে দেখতে পারবেন। অথবা আপনার পাসপোর্টটি বর্তমানে কোন অবস্থায় রয়েছে তাও দেখা যাবে।
E-passport check application status
যারা নতুন আবেদন করেছেন অথবা এমআরপি পাসপোর্ট পরিবর্তে ই-পাসপোর্ট আবেদন করেছেন! তারা ডেলিভারি স্লিপ ব্যবহার করে অনলাইন থেকে দেখতে পাবেন আপনার পাসপোর্টটি কোন অবস্থায় রয়েছে অথবা নতুন পাসপোর্ট তৈরি হয়েছে কিনা।
এর জন্য আমাদের অবশ্যই ডেলিভারি স্লিপটি প্রয়োজন হবে। এটি ছাড়া কিন্তু আপনি যাচাই করতে পারবেন না অনলাইনে বা স্ট্যাটাস দেখতে পারবেন না। যখন আপনি টাকা পরিশোধ করেছেন সে সময় আপনাকে একটি রিসিভ বা ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছিল যেখানে ১৩ ডিজিটের একটি এপ্লিকেশন আইডি রয়েছে এটি ব্যবহার করে চেক করা যাবে।
আরও পড়ুন: মালয়শিয়া ভিসা স্ট্যাটাস চেক পাসপোর্ট নাম্বার দিয়ে।
আপনি যেভাবে পাসপোর্ট এর জন্য আবেদন করেন না কেন! দালাল হোক বা নিজেই যদি আবেদন করেন কোন প্রকার সমস্যা নেই এবং আপনাকে বারবার অফিসে কল বা গিয়ে দেখতে হবে না। আপনি অনলাইন থেকে দেখতে পারবেন আপনার পাসপোর্টটি বর্তমান কোন অবস্থায় রয়েছে। এবং তৈরি হলো আপনি অনলাইন থেকে দেখতে পারবেন ও পরবর্তী সময় নির্বাহী অফিস হতে পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন।
ই-পাসপেট চেক ডেলিভারি স্লিপ।
এর পূর্বে আমাদের ডেলিভারি স্লিপ সম্পর্কে কিছু জানা প্রয়োজন। যখন আপনি আবেদন করেছেন তার পরবর্তী সময়ে আপনাকে একটি স্লিপ অথবা ফর্ম দেওয়া হয়েছিল। যেখানে আমাদের অ্যাপ্লিকেশন আইডিটি খুঁজে পাবো। এটি ছাড়া কিন্তু আপনি ই-পাসপোর্ট চেক করতে পারবেন না।
উপরোক্ত ছবিটি লক্ষ্য করুন এরকম একটি স্লিম বা ফর্ম আপনাকে দেওয়া হয়েছে এবং দেখুন চিহ্নিত করা অংশ একটি নাম্বার রয়েছে। যেটাকে Application ID বা অ্যাপ্লিকেশন নাম্বার হিসেবে গ্রহণযোগ্য করা হবে যখন আপনি অনলাইনে পাসপোর্টটি যাচাই করতে যাবেন।
এটি আমাদের প্রয়োজন হবে অবশ্যই সংরক্ষণ করে রাখবেন সঠিকভাবে। কেননা এটি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে পরবর্তী সময় আপনার পাসপোর্টটি সংরক্ষণ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।
ই-পাসপোর্ট চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস।
অনলাইনে ই-পাসপোর্ট চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে https://www.epassport.gov.bd/authorization/application-status প্রথম বক্সে ১৩ ডিজিটের Application ID এবং দ্বিতীয় বক্সে জন্ম তারিখ (DD-MM-YYY) দিয়ে ক্যাপচাটি পূরণ করে Check অপশনে চাপ দিলে ই-পাসপোর্ট চেক স্ট্যাটাস দেখা যাবে।
উপরোক্ত ওয়েবসাইটে প্রবেশ করবেন অথবা google এ গিয়ে সার্চ করবেন E-passport লিখে! এরপর প্রথমে যে ওয়েবসাইটটি আমাদের সামনে আসবে সেখানে প্রবেশ করে Check Status ক্লিক করলে এই পেজটি চলে আসবে। সেখানে আমাদেরকে যা যা পূরণ করতে হবে তা স্ক্রিনশটে সঠিকভাবে বুঝা যাচ্ছে। এই তথ্যগুলি আপনি পেয়ে যাবেন আপনার ডেলিভারি স্লিপ ফরমে।
যদি আপনি সাধারণভাবে আবেদন করে থাকেন অর্থাৎ অফিসে গিয়ে এক্ষেত্রে Application ID নাম্বারটি প্রদান করতে হবে। আর যদি আপনি অনলাইন থেকে আবেদন করেন তাহলে অনলাইন নাম্বারটি এখানে প্রদান করবেন এবং জন্ম তারিখ কিন্তু সঠিকভাবে দিতে হবে। যেটা আপনার পাসপোর্ট আবেদন করার সময় দেওয়া হয়েছিল।
এরপর ক্যাপচা পূরণ করবেন এবং Check অপশনে ক্লিক করলে পেজটি লোড হবে এবং পরবর্তী সময় দেখতে পারবেন আপনার পাসপোর্টটি কোন অবস্থায় বর্তমানে রয়েছে। এখানে বেশ কিছু কারণে পাসপোর্টটি তৈরি না হতে পারে। আমাদের পোস্টে উল্লেখ্য করা হবে কি কি কারণে পাসপোর্টটি তৈরি অসম্পূর্ণ থাকতে পারে।
ই-পাসপোর্ট স্ট্যাটাস চেক অনলাইন।
এরপর দেখতে পারবেন আপনার সামনে এরকম ফলাফল চলে এসেছে! যদি সবকিছু সঠিকভাবে দিয়ে চেক করেন। এখানে দেখাবে আপনার পাসপোর্টটি কোন অবস্থায় রয়েছে অথবা তৈরি হয়েছে কিনা এবং তৈরি আপনাকে বলবে নির্বাহী অফিস হতে পাসপোর্টটি সংগ্রহ করতে।
এটি হচ্ছে এই পাসপোর্ট এর স্ট্যাটাস। এরকম ভাবে আপনার পাসপোর্ট এর স্ট্যাটাস এখানে দেখতে পারবেন যদি অ্যাপ্লিকেশন আইডি অথবা রেজিস্ট্রেশন আইডি এবং জন্ম তারিখ সঠিকভাবে প্রদান করেন। একটি তথ্য ভুল প্রদান করলে কিন্তু আপনার পাসপোর্ট স্ট্যাটাস এখানে দেখাবে না।
আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি শুধুমাত্র ডেলিভারি স্লিপ এর মাধ্যমে ঘরে বসে পাসপোর্ট চেক করতে করবেন। এছাড়াও আপনার পাসপোর্টে কি কি কারণে পেন্ডিং বা প্রক্রিয়াধীন থাকতে পারে সে বিষয় গুলো দেখতে পারেন।
ই-পাসপোর্ট না হওয়ার কারণ কি।
আপনার পাসপোর্টটি বেশ কিছু কারণে পেন্ডিং অথবা প্রক্রিয়াধীন থাকতে পারে। নিম্নলিখিত বেশ কিছু কারণ উল্লেখ করা হলো এর মধ্যে যদি কোনো কারণ দেখতে পারেন তাহলে সেটি আপনাকে বুঝে নিতে হবে ও কোন কিছু সমাধান করতে চাইলে তা পাসপোর্ট অফিসে গিয়ে সমাধান করতে হবে।
Enrolment in process: আপনার আবেদন প্রক্রিয়াকরণের অধীনে রয়েছে। এই বিষয়টি দেখায় যে আপনি আপনার আবেদনপত্র জমা দিয়েছেন এবং পাসপোর্ট অফিস আপনার বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করার জন্য প্রস্তুত। তারা এখন আপনার বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।
Biometric data collection: আপনার বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হয়েছে। এই বিষয়টি দেখায় যে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে আপনার বায়োমেট্রিক ডেটা, যেমন আপনার ছবি, আঙুলের ছাপ এবং চোখের আইরিস স্ক্যান দিয়েছেন। এইগুলো এখন সঠিকভাবে যাচাই করা হবে।
Data verification: আপনার আবেদনের ডেটা যাচাই করা হচ্ছে। এই বিষয়টি দেখায় যে পাসপোর্ট অফিস আপনার আবেদনের ডেটা, যেমন আপনার ব্যক্তিগত তথ্য এবং আবেদনের কারণ যাচাই করছে। অর্থাৎ যে সকল তথ্য আপনি পাসপোর্ট অফিসে জমা দিয়েছেন বা আবেদনের ক্ষেত্রে প্রদান করেছেন সফল তথ্য সঠিক ভাবে যাচাই করা হচ্ছে।
Police verification: আপনার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যাচাই করা হচ্ছে। এই বিষয়টি দেখায় যে পাসপোর্ট অফিস আপনার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যাচাই করছে। এক্ষেত্রে আপনার তথ্য যাচাইয়ের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সে করার জন্য আপনার বাসা বাড়িতে যেতে পারে। তাদের কাজ সম্পুর্ণ হলে এই ধাপটি পরিবর্তন হবে।
Passport printing: আপনার পাসপোর্ট মুদ্রণ করা হচ্ছে। এই বিষয়টি দেখায় যে আপনার পাসপোর্ট মুদ্রণ করা হচ্ছে এবং আপনার কাছে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। অর্থাৎ পাসপোর্ট এর প্রায় সকল যাচাই-বাছাই শেষ এখন পাসপোর্টটি সঠিকভাবে তৈরি করে আপনার কাছে পাঠানো হবে।
Passport dispatch: আপনার পাসপোর্ট প্রেরণ করা হচ্ছে। এই বিষয়টি দেখায় যে আপনার পাসপোর্ট আপনাকে পাঠানোর জন্য পাসপোর্ট অফিস থেকে বেরিয়ে গেছে। অথবা আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে একটি সংগ্রহ করতে হবে।
আপনার ই-পাসপোর্ট অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস পরিবর্তন হলে, আপনি একটি SMS পাবেন বা আপনার অনলাইন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার সময় আপনি এটি দেখতে পাবেন। তারা আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দিবে অথবা আপনি এটি অনলাইনে পাসপোর্ট চেক করার মাধ্যমে জানতে পারবেন আপনার পাসপোর্টটি তৈরি হয়েছে কিনা।
আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী সময় আমাদের ওয়েবসাইটে পাসপোর্ট সম্পর্কিত আরো তথ্য ও বিষয় সম্প্রসারণ করা হবে। নিয়মিত আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন নতুন সকল বিষয় জানার জন্য। ধন্যবাদ সবাইকে।