পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক।
পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে পাসপোর্ট চেক করতে হয় যদি আপনি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ আপডেট করার অনুরোধ রইলো। আমরা এ আর্টিকেল থেকে জানার চেষ্টা করব কিভাবে আপনি ঘরে বসে স্মার্ট ফোনের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করবেন।
এমআরপি (MRP) পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক নিয়ম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। যদি আপনার কখনো প্রয়োজন হয় তাহলে এই নিয়ম অবলম্বন করে যে কোন সময় আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট যাচাই করতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক।
(Passport Nambar to passport check) আমাদের বাংলাদেশের বেশ কয়েকটি পাসপোর্ট চলমান রয়েছে। বর্তমানে ডিজিটাল ই-পাসপোর্ট অনেকেই হয়তো বা নামের সঙ্গে পরিচিত। এটির মাধ্যমে আপনি পাসপোর্ট চেক করতে পারবেন। তবে যদি আপনি নতুন আবেদন করে থাকেন এক্ষেত্রে এটি ব্যবহার করে পাসপোর্ট অবস্থা চেক করা যাবে।
আর যদি আপনার পূর্বের কোন পাসপোর্ট থাকে এক্ষেত্রে সেটি কিভাবে চেক করবেন। সেই বিষয়ে আর্টিকেলে বিস্তারিত বলা হবে। যারা পাসপোর্ট করেছেন তাদের অবশ্যই একটি ফরম বা আবেদন পত্র রয়েছে। আমরা যদি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে চাই এক্ষেত্রে অবশ্যই Enrollment ID নাম্বার প্রয়োজন হবে।
এবং আপনার পাসপোর্ট আবেদন করার সময় যে জন্ম নিবন্ধন অর্থাৎ (DD-MM-YYY) ব্যবহার করেছিলেন এই দুটি আমাদের প্রয়োজন হবে। যা ব্যবহার করে আপনি অফিসিয়াল ওয়েবসাইট হতে আপনার পাসপোর্টটি যাচাই করতে পারবেন।
আরোও পড়ুন: মালয়শিয়া ভিসা স্ট্যাটাস চেক পাসপোর্ট নাম্বার দিয়ে।
বেশ কয়েকটি সার্ভার হয়েছে যেখান থেকে পাসপোর্ট চেক করা যায় যেমন, ই-পাসপোর্ট সার্ভার, পাসপোর্ট সার্ভার, বিএমইট সার্ভার। তবে আবেদন এরকম নির্ভর করবে আপনি কোন জায়গা হতে আপনার পাসপোর্টটি চেক করতে পারবেন।
যদি আপনি আপনার পাসপোর্ট আবেদনের অবস্থা বা পাসপোর্ট ডেলিভারি সম্পর্কে জানতে চান তাহলে E-passport অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে আপনাকে জানতে হবে বর্তমানে আপনার পাসপোর্টটি কোন অবস্থায়। কিভাবে ই-পাসপোর্ট চেক করতে হয় এ বিষয়ে আমাদের ওয়েবসাইটে পরবর্তী বিষয়বস্তু প্রকাশ করা হবে।
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম।
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে http://www.passport.gov.bd/ গিয়ে APPLICATION STATUS বক্সে আপনার Enrollment ID এবং DD-MM-YYY দিয়ে ক্যাপচারটি বসিয়ে Search অপশনে ক্লিক করলে আপনার পাসপোর্ট চেক স্ট্যাটাস দেখতে পারবেন।
বিস্তারিত জানার চেষ্টা করি! মোবাইল ফোন বা কম্পিউটার এবং অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে। পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে প্রবেশ করুন অফিসিয়াল ওয়েবসাইটে। এবং সেখানে দিতে পারবেন APPLICATION STATUS নামের একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করে পেজটি চালু করবেন।
Enrollment ID কোথায় পাবো ! পাসপোর্ট ডেলিভারি স্লিপ ফরমের উপরের কর্নারে এই id পেয়ে যাবেন। এটি অবশ্যই প্রয়োজন হবে যদি আপনি এই ওয়েবসাইট হতে আপনার পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে চান।
উপরের ছবিটি যেখানে টিক মার্ক করা রয়েছে এই নাম্বারটি আমাদেরকে ওয়েবসাইটে বসাতে হবে। এবং যে জন্ম নিবন্ধন অনুযায়ী তারিখ দিয়েছিলেন তা সঠিকভাবে পূরণ করতে হবে। নিচের ছবিটি লক্ষ্য করুন আশা করি বুঝতে পারবেন।
Enrolment ID নাম্বার এবং DD-MM-YYY সঠিক ভাবে দিয়ে Captcha কোড বসিয়ে Search বাটনে চাপ দিলে দেখতে পারবেন আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক সকল তথ্য চলে এসেছে।
দেখুন এই পাসপোর্টটি কোন অবস্থায় রয়েছে সেটি এখানে দেখানো হবে। এই নিয়ম অবলম্ব করে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করা যাবে।
Bangladesh পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
বাংলাদেশ থেকে আপনি যেকোনো ধরনের পাসপোর্ট চেক করতে পারবেন। মূলত কয়েকটি সার্ভার রয়েছে যে সার্ভার গুলির নাম উল্লেখ করে দিয়েছি। প্রতিটি সার্ভারের কাজ কিন্তু ভিন্ন রকম।
আপনি অনলাইনে সকল ধরনের কাজ করতে পারবেন যেমন পাসপোর্ট আবেদন। আমি কয়েক সার্ভার লিংক দিচ্ছি যেখান থেকে আপনি চাইলে bangladesh পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন স্মার্ট ফোন ব্যাবহার করে ঘরে বসে।
Epassport | WEB | www.epassport.gov.bd |
MRP | WEB | www.passport.gov.bd |
BMET | WEB | www.bmet.gov.bd |
এই সার্ভার গুলি প্রয়োজন হতে পারে, যদি আপনি বাংলাদেশি পাসপোর্ট চেক করতে চান। আপনার যদি আরো কোনো বিষয় সম্পর্কে জানার প্রয়োজন হয় তাহলে আমাদের অন্য পোস্ট গুলি দেখতে পারেন। অথবা কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মুল্যবান মতামত। ধন্যবাদ।