Passport

ই-পাসপোর্ট ফি কত টাকা ২০২৩। নতুন পাসপোর্ট করতে কত টাকা লাগে।

E-passport Fee bangladesh

ই-পাসপোর্ট ফি কত টাকা! যদি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ থাকবে। এই পোস্ট হতে আমরা জানতে পারবো বর্তমানে ই পাসপোর্ট করতে কত টাকা লাগে। এবং এটির মেয়াদ কত দিন। বিস্তারিত জানতে পারবেন।

বিদেশ ভ্রমন কারী অথবা বাহির গমন স্টুডেন্টদের জন্য পাসপোর্ট হলো অতীব জরুরি একটি নথি। যদি আপনি বাইরের কোন দেশে যেতে চান অবশ্যই আপনার পাসপোর্ট থাকা প্রয়োজন। সাধারণ ভ্রমণ, ব্যবসায়িক ভ্রমণ, এবং পড়াশোনার জন্য বাইরের দেশে যেতে আপনাকে পাসপোর্ট করতে হবে। এই পাসপোর্ট করতে কত টাকা লাগে দেখে নিতে পারেন। সর্বশেষ পাসপোর্ট আপডেট (৯ মার্চ ২০২৩)

ই পাসপোর্ট ফি কত টাকা।

সাধারণত পাসপোর্ট নির্ধারণ করা হয় ডেলিভারি বা প্রদান এর উপর নির্ভর করে। অর্থাৎ আপনি কত দিনের মধ্যে ডেলিভারিটি নিতে যাচ্ছেন তার ওপর নির্ভর করবে এই পাসপোর্ট করতে কত টাকা লাগবে। আমাদের বাংলাদেশের তিনটি বিভাগ চালু রয়েছে আপনি যে বিভাগের পাসপোর্টটি গ্রহণ করতে পারবেন তার ফি প্রদান করতে হবে।

ই পাসপোর্ট ফি নির্ধারণ করা হয় ডেলিভারি উপর।

  • নিয়মিত ডেলিভারি।
  • এক্সপ্রেস ডেলিভারি।
  • সুপার এক্সপ্রেস ডেলিভারি

এই তিনটি বিষয়ের উপরে আপনার পাসপোর্টটির ফি নির্ধারণ করা হবে। এছাড়াও এখানে তিন শ্রেণীর লোকের জন্য ভিন্ন ফি নির্ধারণ করা হয়েছে। এ আর্টিকেল থেকে আমরা সকল বিষয় একসঙ্গে জানার চেষ্টা করব। আপনার যে পাসপোর্টটি প্রয়োজন তা গ্রহণ করতে কত টাকা প্রয়োজন হবে আপনি এখান থেকে জানতে পারবেন।

আরোও পড়ুন: পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক।

তিন শ্রেণীর লোকের পাসপোর্ট প্রদান করা হয়।

  • বাংলাদেশের অভ্যন্তরে ই-পাসপোর্ট (ভ্যাট সহ)।
  • বাংলাদেশ মিশনের সাধারণ ই-পাসপোর্ট ফি
  • বাংলাদেশ মিশনের শ্রমিক ও ছাত্রদের ই-পাসপোর্ট।

এবং এদের ক্ষেত্রেও কিন্তু পাসপোর্ট ফি ভিন্ন রাখা হয়েছে। আপনি যদি আবেদন করবেন ও যেভাবে ডেলিভারি নিতে চান তার উপর নির্ভর করবে আপনার ই পাসপোর্ট ফি কত টাকা দিতে হবে। তাহলে চলুন এখন সকল বিভাগ ও শ্রেণীর ই-পাসপোর্ট ফি সম্পর্কে জানার চেষ্টা করি।

বাংলাদেশের অভ্যন্তরে ই-পাসপোর্ট ফি।

এখানে তিনটি বিভাগ রয়েছে এবং মেয়াদ এর উপর নির্ভর করবে আপনার পাসপোর্ট ফি কত টাকা। এটি আপনি বাংলাদেশের যে কোন প্রান্ত হতে আবেদন করতে পারবেন। এবং ফি প্রদান করার নির্ধারিত কর্ম দিবসের মধ্যে আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন।

বাংলাদেশের অভ্যন্তরে ই-পাসপোর্ট ফি দুটি ভাগ রয়েছে একটি হচ্ছে ৪৮ পাতা! যার মেয়াদ হচ্ছে ৫ বছর। এবং দ্বিতীয়টি হচ্ছে ৪৮ পাতা যার মেয়াদ ১০ বছর। আপনি যেটি গ্রহন করতে ইচ্ছুক এবং কিভাবে ডেলিভারি নিবেন তার উপর নির্ভর করবে ই পাসপোর্ট ফি। E passport fee bangladesh

৪৮ পৃষ্ঠা ৫ বছরের মেয়াদ ই-পাসপোর্ট ফি!

  • নিয়মিত ডেলিভারি: ৪, ০২৫ টাকা
  • এক্সপ্রেস ডেলিভারি: ৬,৩২৫ টাকা
  • সুপার এক্সপ্রেস ডেলিভারি: ৮,৬২৫ টাকা

৪৮ পৃষ্ঠা ১০ বছরের মেয়াদ ই-পাসপোর্ট ফি!

  • নিয়মিত ডেলিভারি: ৫,৭৫০ টাকা
  • এক্সপ্রেস ডেলিভারি: ৮,০৫০ টাকা
  • সুপার এক্সপ্রেস ডেলিভারি: ১০,৩৫০ টাকা

এটির আরো একটি ভাগ রয়েছে ৬৪ পাতার পাসপোর্ট প্রথম টির মেয়াদ হচ্ছে ৫ বছর। এবং এটি যদি আপনার ১০ বছরের জন্য নিতে চান এক্ষেত্রে আপনার ফি এর পরিমাণ আরো বৃদ্ধি পাবে। ৬৪ পাতার পাসপোর্ট ৫ বছর ও ১০ বছর মেয়াদী।

৬৪ পৃষ্ঠা ৫ বছরের মেয়াদ ই-পাসপোর্ট ফি!

  • নিয়মিত ডেলিভারি: ৬,৩২৫ টাকা
  • এক্সপ্রেস ডেলিভারি: ৮,৬২৫ টাকা
    ।সুপার এক্সপ্রেস ডেলিভারি: ১২,০৭৫ টাকা

৬৪ পৃষ্ঠা ১০ বছরের মেয়াদ ই-পাসপোর্ট ফি!

  • নিয়মিত ডেলিভারি: ৮,০৫০ টাকা
  • এক্সপ্রেস ডেলিভারি: ১০,৩৫০ টাকা
  • সুপার এক্সপ্রেস ডেলিভারি: ১৩,৮০০ টাকা

বাংলাদেশ মিশনের সাধারণ ই-পাসপোর্ট ফি।

বাংলাদেশ মিশনের সাধারণ ই-পাসপোর্ট ফি সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে দেখে নিতে পারেন সকল বিভাগের ফি সম্পর্কে। যদি আপনি এই পাসপোর্ট এর জন্য আবেদন করেন তাহলে আপনার প্রয়োজন হবে। ই পাসপোর্ট ফি।

48 পৃষ্ঠা 5 বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট

  • নিয়মিত ডেলিভারি: USD 100
  • এক্সপ্রেস ডেলিভারি: USD 150

48 পৃষ্ঠা 10 বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট

  • নিয়মিত ডেলিভারি: USD 125
  • এক্সপ্রেস ডেলিভারি: USD 175

এখানে শুধুমাত্র নিয়মিত এবং এক্সপ্রেস এই দুটি ডেলিভারি নিতে পারবেন। যার মূল্য উল্লেখ করা হয়েছে। টাকা প্রদানের পরবর্তী কার্য দিবসের মধ্যে আপনি ই পাসপোর্ট পেয়ে যাবেন।

64 পৃষ্ঠা 5 বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট

  • নিয়মিত ডেলিভারি: USD 150
  • এক্সপ্রেস ডেলিভারি: USD 200

64 পৃষ্ঠা 10 বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট

নিয়মিত ডেলিভারি: USD 175
এক্সপ্রেস ডেলিভারি: USD 225

বাংলাদেশ মিশনের শ্রমিক ও ছাত্রদের ই-পাসপোর্ট।

সর্বশেষ, বাংলাদেশ মিশনের শ্রমিক ও ছাত্রদের ই-পাসপোর্ট পরিষেবা গ্রহণকারী ব্যক্তিদের জন্য ভিন্ন ফি নির্ধারণ করা হয়েছে। যদি আপনার এই পাসপোর্ট প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে পাসপোর্ট গ্রহণ করা যাবে।

48 পৃষ্ঠা 5 বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট

  • নিয়মিত ডেলিভারি: USD 30
  • এক্সপ্রেস ডেলিভারি: USD 45

48 পৃষ্ঠা 10 বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট

  • নিয়মিত ডেলিভারি: USD 50
  • এক্সপ্রেস ডেলিভারি: USD 75

64 পৃষ্ঠা 5 বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট

  • নিয়মিত ডেলিভারি: USD 150
  • এক্সপ্রেস ডেলিভারি: USD 200

64 পৃষ্ঠা 10 বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট

  • নিয়মিত ডেলিভারি: USD 175
  • এক্সপ্রেস ডেলিভারি: USD 225

পাসপোর্ট ফি প্রদানের পর কবে পাসপোর্ট পাবো।

আপনি যখন ফি প্রদান করবেন এর পরবর্তী সময়ে যদি সকল তথ্য সঠিক থাকে এবং সকল যাচাই-বাছাইয়ের পরবর্তী সময় আপনাকে পাসপোর্টটি বুঝিয়ে দেওয়া হবে।

আরোও পড়ুন: পাসপোর্ট করতে কি কি লাগে

উপরে যেহেতু আমরা তিন বিভাগের বিষয়ে আলোচনা করেছি তাই দেখে নিতে পারেন কোন বিভাগের ডেলিভারি কত দিনের মধ্যে দিনে দেওয়া হয়ে থাকে।

ই পাসপোর্ট নিয়মিত ডেলিভারি: বায়োমেট্রিক তালিকাভুক্তির তারিখ থেকে 15 কার্যদিবসের / 21 দিনের মধ্যে।

ই পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারি: বায়োমেট্রিক তালিকাভুক্তির তারিখ থেকে 7 কার্যদিবস / 10 দিনের মধ্যে।

ই পাসপোর্ট সুপার এক্সপ্রেস ডেলিভারি: বায়োমেট্রিক তালিকাভুক্তির তারিখ থেকে 2 কার্যদিবসের মধ্যে।

আশা করি বুঝতে পেরেছেন ই পাসপোর্ট ফি সম্পর্কে। যদি আপনার কোন কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।

eservbd

আমি তাহমিদ ইসলাম, এটি আমার বাংলা ব্লগ। যেখানে আমি প্রতিনিয়ত আমার জানা বিষয়গুলি ব্লগ-পোস্ট আকারে প্রকাশ করি। এই সাইটে হতে আপনি ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, পাসপোর্ট ও অন্যান্য সরকারি সার্টিফিকেট সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ।

Related Articles

Back to top button