www.prottoyon.gov.bd: প্রত্যয়ন অনলাইন ভিত্তিক সকল সনদ এক সাথে।
প্রত্যয়ন অনলাইন ভিত্তিক সকল সনদ
আসসালামুআলাইকুম! প্রত্যয়ন অনলাইন ভিত্তিক সকল সনদ সেবা সম্পর্কে আর্টিকেলে আপনাকে স্বাগতম। আজ আমরা জানার চেষ্টা করব এই ওয়েবসাইট হতে কি কি সুবিধা গ্রহণ করতে পারবো। যদি আপনার কোন সনদপত্রের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু সেটি অনলাইন থেকে আপনি সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র prottoyon.gov.bd হতে।
কিভাবে এই ওয়েবসাইটের রেজিস্ট্রেশন করবেন এবং কি কি সনদপত্র বা সেবা গ্রহণ করতে পারবেন প্রত্যয়ন গভ বিডি ওয়েবসাইট হতে! বিস্তারিত একটি আর্টিকেল হতে জানতে পারবেন আশাকরি আপনার যদি কোন প্রত্যয়ন পত্র বা কোন সনদ প্রয়োজন হয় তাহলে এই ওয়েবসাইট ব্যবহার করে অনলাইন থেকে যেকোনো সময় আবেদন করতে পারবেন।
prottoyon.gov.bd কি?
www.prottoyon.gov.bd হলো অনলাইন ভিত্তিক প্রত্যয়ন সনদ প্রদান সরকারি ওয়েবসাইট। এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি মোট ৩৩টি সরকারি সেবা অনলাইন থেকে আবেদন ও গ্রহণ করতে পারবেন।
খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট। আমরা এটি কিভাবে ব্যবহার করতে পারব তা আলোচনা করা হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসে যে কোন ধরনের সনদপত্রের জন্য আবেদন করতে পারবেন। নির্দিষ্ট তথ্য ও ডকুমেন্ট জমা দিয়ে প্রত্যয়ন পত্র বা সনদপত্র আবেদন করা যাবে।
আরও পড়ুন: ওয়ারিশ সনদ ফরম ইউনিয়ন পরিষদ।
নির্দিষ্ট ফি প্রদান করলে আপনার প্রত্যয়ন পত্র বা সনদপত্র টি পেয়ে যাবেন। অনলাইনে আবেদন করার জন্য এখানে আপনাকে ভোটার আইডি কার্ড দিয়ে অথবা জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে সঠিকভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
এবং অন্যান্য তথ্য দিয়ে আপনাকে অ্যাকাউন্টটি সচল করতে হবে। তারপর আপনি এখান থেকে সেবা গ্রহণ করতে পারবেন। এবং প্রতিটি সেবার জন্য আপনাকে ফি জমা দিতে হবে। তাহলে আপনি যেকোনো সেবা গ্রহণ করতে পারবেনএখানে।
prottoyon.gov.bd হতে কিভাবে সেবা পাবেন।
অবেদন করার আগে আমাদের জানা প্রয়োজন এখানে কি আমাদের ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন ও পৌরসভা যুক্ত রয়েছে কিনা। অর্থাৎ আপনি যেখানে বসবাস করতেছেন বা যে ঠিকানা দিয়ে আপনি সনদ আবেদন করবেন সেই ঠিকানার তথ্য যদি ওয়েবসাইটে যুক্ত করা না থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না।
prottoyon.gov.bd ওয়েবসাইটে ৫টি সিটি কর্পোরেশন, ৮৭টি পৌরসভা, ১২৪৯টি ইউনিয়ন পরিষদ যুক্ত করা রয়েছে। আপনি যদি এর মধ্যে হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনার নির্দিষ্ট সেবা গ্রহণ করতে পারবেন। যদি আপনার ইউনিয়ন বা পৌরসভা এখানে যুক্ত না থাকে তাহলে আপনি সেবা গ্রহণ করতে পারবেন না এই সাইট হইতে।
যেকোনো সমদ আবেদন করার পর সেটি গ্রহণ করার জন্য দুটি উপায় অবলম্বন করতে পারবেন। ১, নির্দিষ্ট ইউনিয়ন পরিষদ। ২, কুরিয়ার সার্ভিস। যেকোন একটি নির্বাচন করে আপনি সনদ গ্রহণ করতে পারবেন। তবে আপনাকে আগে ফি প্রদান করতে হবে। তারপরেই আপনি যেকোনো সনদ এর জন্য আবেদন করতে পারবেন সাইটে।
prottoyon.gov.bd একাউন্ট খোলার পদ্ধতি।
সাধারণ নাগরিক prottoyon.gov.bd সাইটে ৩টি উপায়ের মধ্যে যেকোনো একটি অবলম্বন করে একাউন্ট তৈরি পারবেন।
১. জন্ম নিবন্ধনের মাধ্যমে।
২. জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে।
৩. সাধারণ নিবন্ধন মাধ্যমে।
আপনি উপরে থাকা যেকোনো একটি ব্যাবহার করে একাউন্ট রেজিষ্টেশন করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে সঠিক তথ্য দিয়ে একাউন্ট খুলতে হবে। যদি কোনো ভুল তথ্য প্রদান করেন এক্ষেত্রে আপনার একাউন্ট থেকে আপনি কোনো সনদ বা আবেদন করতে পারবেন না।
জন্ম নিবন্ধন মাধ্যম: যদি জন্ম নিবন্ধন ব্যাবহার করে একাউন্ট তৈরি করতে চান তাহলে আপনার প্রদান করতে হবে, জন্ম নিবন্ধন সিরিয়াল নাম্বার ১০ ও ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ। জন্ম তারিখ। এবং ১১ ডিজিটের একটি সচল মোবাইল নাম্বার। অবশ্যয় নাম্বারটি সাথে রাখবেন সেখানে একটি OTP কোড পাঠানো হবে।
জাতীয় পরিচয় পত্রের মাধ্যম: ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে প্রত্যয়ন ওয়েবসাইটে একাউন্ট নিবন্ধন করা যাবে। এর জন্য যেসকল তথ্য দিতে হবে! জাতীয় পরিচয় পত্রের সিরিয়াল নাম্বার, জন্ম তারিখ, এবং ১১ ডিজিটের একটি মোবাইল নাম্বার। যাচাই করার জন্য উক্ত নাম্বারে একটি কোড পাঠানো হবে।
সাধারণ নিবন্ধন মাধ্যম: যদি আপনি সাধারণ নিবন্ধন মাধ্যম ব্যবহার করে একাউন্ট রেজিস্ট্রেশন করতে চান এক্ষেত্রে আপনাকে যা ব্যবহার করতে হবে! নাম (বাংলা ও ইংরেজি) ইমেইল , মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ব্যাবহার করতে হবে। অবশ্যই নাম্বারটি আপনার সংরক্ষণে থাকতে হবে ভেরিফিকেশনের জন্য সেখানে ওটিপি পাঠানো হবে।
prottoyon.gov.bd সকল সেবা সমুহ।
এখন আলোচনা করা যাক prottoyon.gov.bd সকল সেবা সমূহ সম্পর্কে। আশা করি আপনার যদি কোন প্রত্যয়ন পত্র বা সনদপত্র প্রয়োজন হয় এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি সেটি সংগ্রহ ও আবেদন দুটোই কিন্তু অনলাইনে করতে পারবেন।
এই ওয়েবসাইটে অনেকগুলো সেবা বর্তমান চলমান রয়েছে যে কোন সেবা আপনি গ্রহণ করতে পারবেন যদি সেটি আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন দিয়ে থাকে। তাদের বহির্ভূত কোন সেবা এই ওয়েবসাইট থেকে আপনি গ্রহণ করতে পারবেন না অবশ্যই এটি চলমান থাকতে হবে।
prottoyon.gov.bd যা যা সনদ গ্রহন করা যাবে।
- পারিবারিক সনদ।
- ওয়ারিশ সনদ।
- উত্তরাধিকার সনদ।
- হোল্ডিং ট্যাক্স।
- নাগরিক সনদ।
- জাতীয়তা সনদ।
- পুনঃবিবাহ সনদ।
- ভূমিহীন সনদ।
- নতুন ভোটার প্রত্যয়ন।
- বিধবা সনদ।
- মৃত্য সনদ।
- অভিভাবক সম্মতি সনদ।
- সম্প্রদায় সনদ।
- অবিবাহিত সনদ।
- কৃষি প্রত্যয়ন।
- মুক্তি যুদ্ধ প্রত্যয়ন।
- বার্ষিক আয় আয়ের সনদ।
- এতিম সনদ।
- বিবাহিত সনদ।
- মাসিক আয়ের সনদ।
- নিঃসন্তানের সনদ।
- জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধনের সনদ।
- আর্থিক অস্বচ্ছলতার সনদ।
- অনাপত্তি সনদ।
- অবকাঠামো নির্মাণের সনদ।
- ভোটার এলাকা স্থানান্তরের প্রত্যয়ন।
- চারিত্রিক সনদ।
- প্রতিবন্ধী সনদ।
- উপজাতি সনদ।
- একই ব্যক্তির প্রত্যয়ন।
- পুনঃবিবাহ না হওয়ার সনদ।
- ট্রেড লাইন্স।
- স্থানীয় বাসিন্দা সনদ।
- প্রিমিসেস লাইসেন্স।
- বেকারত্ব সনদ।
- বিবিধ সনদ।
উপরোক্ত যে সকল নাম উল্লেখ করা হয়েছে এই সমস্ত সেবা আপনি প্রত্যয়ন ওয়েবসাইট হতে গ্রহণ করতে পারবেন। যদি আপনার ইউনিয়ন পরিষদ বা র্সিটি কর্পোরেশন এই ওয়েবসাইটে যুক্ত করা থাকে তাহলে আপনি ঘরে বসেই যেকোন প্রত্যয়ন বা সনদের জন্য আবেদন করতে পারবেন।
prottoyon.gov.bd ফি কত টাকা।
prottoyon.gov.bd নির্ধারিত কোনো ফি নেই। তবে প্রতিটি সার্ভিস বা বিভাগের জন্য আলাদা আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। যখন আপনি কোন একটি আবেদনপত্র আবেদন করবেন সেই সময় আপনাকে ফি প্রদান করতে হবে এবং তার পরবর্তী সময়ে আপনি আবেদন করতে পারবেন সেই বিভাগে।
আরো পড়ুন: ওয়ারিশ সনদ অনলাইনে আবেদন।
এখানে আপনি অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে টাকা প্রদান করতে পারবেন। যেমন বিকাশ নগদ রকেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে এখানে টাকা প্রদান করা যাবে। এছাড়াও এখান থেকে কিভাবে আপনি সনদপত্র উত্তোলন করবেন তা কিন্তু উপরে বলে দেওয়া রয়েছে। ইউনিয়ন পরিষদ অথবা কুরিয়ার সার্ভিস ব্যবহার করে আপনি সনদপত্র গ্রহণ করতে পারবেন।
prottoyon.gov.bd | প্রত্যয়ন, সনদ, সেবা।
আশা করি বুঝতে পেরেছেন যদি আপনার কোন কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে আমাদের সাথে শেয়ার করবেন আপনার সমস্যাটি। এছাড়াও কিছু সাধারণ প্রশ্ন উত্তর জিজ্ঞাসা শেয়ার করা হলো যদি এর বাহিরে আপনার কোন জিজ্ঞাসা থাকে তাহলে প্রশ্ন করতে পারেন আমাদেরকে।
ইংরেজি সনদ পাওয়া যায়: উত্তর হলো, হ্যাঁ অবশ্যই আপনি এখান থেকে বাংলা পাশাপাশি ইংরেজি ভাষা যেকোন ধরনের প্রত্যয়ন বা সনদপত্র গ্রহণ করতে পারবেন। বর্তমান ও স্থানীয় ঠিকানায়।
আবেদন করতে কি কি লাগে: উত্তর হলো, আপনি যেটি আবেদন করবেন তার জন্য নির্দিষ্ট কাগজপত্র বা ডকুমেন্ট আপনার থেকে এখানে চাইবে। যা আপনাকে জমা দিয়ে আবেদনটি সম্পুর্ণ করতে হবে।
আবেদন করা না গেলে করণীয়: উত্তর হলো, যদি এখানে আপনি কোন আবেদন করতে না পারেন এক্ষেত্রে বুঝে নিতে হবে আপনার ইউনিয়ন পরিষদ কর্পোরেশন পৌরসভা এখানে যুক্ত নেই। এক্ষেত্রে আপনাকে স্থানীয় সেবা প্রদানকারী মাধ্যম হতে সেবাটি গ্রহণ করতে হবে।
এছাড়া আপনার আরো অন্যান্য প্রশ্ন উত্তর জিজ্ঞাসা সম্পর্কে জানতে https://prottoyon.gov.bd/faq দেখতে পারেন এখানে আপনার উত্তরটি রয়েছে কিনা। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই ওয়েবসাইট ব্যবহার করা যায় আমাদের প্রয়োজনীয় কাজে।
এছাড়াও আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রত্যয়ন, সনদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। সে আর্টিকেল গুলো দেখতে পারেন আশা করি উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে।